Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের ৯ স্থানে হামলা চালালো ভারত


দৈনিক পরিবার | আন্তর্জাতিক ডেস্ক     মে ৭, ২০২৫, ০৮:২৭ এএম পাকিস্তানের ৯ স্থানে হামলা চালালো ভারত

পহেলগামের ঘটনার জেরে অবশেষে পাকিস্তানের অভ্যন্তরে বড় ধরনের হামলা চালালো ভারত। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের নয়টি স্থানে যথাযথভাবে হামলা চালানো হয়েছে।
বুধবার প্রথম প্রহরে এ হামলা চালানো হয়েছে বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন।
তিনি বলেছেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে কাপুরুষোচিত এ হামলা চালিয়েছে ভারত।
ভারত জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালনো হয়েছে।

Side banner