Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

মালয়েশিয়ায় বাংলাদেশের সেমিকন্ডাক্টর রোডশো আয়োজন 


দৈনিক পরিবার | প্রবাস ডেস্ক নভেম্বর ১৫, ২০২৫, ০৯:০১ পিএম মালয়েশিয়ায় বাংলাদেশের সেমিকন্ডাক্টর রোডশো আয়োজন 

বাংলাদেশের সম্ভাবনায় সেমিকন্ডাক্টর শিল্পের অগ্রগতির লক্ষ্যে মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের সক্ষমতার বিষয়ে মালয়েশিয়ার সরকারি বিভিন্ন দপ্তর, শিল্প উদ্যোক্তা ও একাডেমিশিয়ানদের অবহিত করার লক্ষ্যে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) পেনাংয়ে ১১-১৩ নভেম্বর ‘বিএসআইএ রোডশো ২০২৫’ আয়োজন করে।
পেনাং রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার জগদীপ সিং প্রধান অতিথি হিসেবে স্থানীয় একটি হোটেলে ‘বিএসআইএ রোডশো ২০২৫’র উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পারদু ইউনিভার্সিটির প্রফেসর ড. মুসতাফা হুসাইন বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্প এবং মালয়েশিয়ার সঙ্গে এ বিষয়ে পারস্পরিক সম্পর্কের সুযোগের ওপর একটি উপস্থাপনা করেন।
এছাড়াও বাংলাদেশের ছয়টি সেমিকন্ডাক্টর শিল্প প্রতিষ্ঠানের (Neural Semiconductor, ULKASEMI Private Limited, iTest Bangladesh Limited, Prime Silicon, Cactus Materials Ltd, SILICONOVA Limited) প্রতিনিধিরা তাদের প্রতিষ্ঠানের সেমিকন্ডাক্টর শিল্পে তাদের অবস্থান তুলে ধরেন।
এসময় মালয়েশিয়ার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, গুরুত্বপূর্ণ সেমিকন্ডাক্টর শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, পেনাংয়ে বিভিন্ন সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীরা এবং বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা এবং প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
‘বিএসআইএ রোডশো ২০২৫’ এর অংশ হিসেবে ১২-১৩ নভেম্বর বিএসআইএর ১৫ সদস্যের একটি ডেলিগেশন পারস্পরিক অভিজ্ঞতা বিনিমিয়ের উদ্দেশে পেনাং রাজ্যের বিভিন্ন সেমিকন্ডাক্টর শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ আয়েজন বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সেমিকন্ডাক্টর শিল্পে উন্নয়নের লক্ষ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ সম্ভাবনাও প্রযুক্তিগত অংশীদারিত্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Side banner