Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

পটুয়াখালীর সাবেক এমপি মাহবুবুর রহমানের মৃত্যু


দৈনিক পরিবার | মো. বনি আমিন (জীবন), রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি সেপ্টেম্বর ২২, ২০২৪, ১০:৫০ পিএম পটুয়াখালীর সাবেক এমপি মাহবুবুর রহমানের মৃত্যু

১১৪ পটুয়াখালী ৪ আসনের একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মো. মাহবুবুর রহমান তালুকদার মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছেলো ৭৬ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ছোট ভাই অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান।
মাহবুবুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনিসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাহবুবুর রহমান পটুয়াখালী-৪ আসন থেকে ২০০১, ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৩ সাল থেকে তিনি কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন তিনি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

Side banner