Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২

ভর্তুকির সারে উৎস কর নির্ধারণ না করার দাবি 


দৈনিক পরিবার | নওগাঁ প্রতিনিধি সেপ্টেম্বর ২৯, ২০২৫, ০৫:০৩ পিএম ভর্তুকির সারে উৎস কর নির্ধারণ না করার দাবি 

সরকারের ভর্তুকী মূল্যে কৃষক পর্যায়ে যে-সব সার বিক্রয় করা হয়, সে সব সারে উৎস কর নির্ধারণ করা যাবে না। সারের বাজার অস্থিতিশীল হবে এবং স্থানীয় পর্যায়ে সারের মূল্য বৃদ্ধি পাবে বলে জানিয়েছে নওগাঁর বিসিআইসি সার পরিবেশকরা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) নওগাঁ জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে বিএফএ নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান বলেন, বিসিআইসির সার ডিলাররা ১৯৯৫-৯৬ সাল পথকে চাষিপর্যায়ে সুষ্ঠু সার সরবরাহের দায়িত্ব পালন করে আসছেন। বিসিআইসি সার ডিলাররা বরাদ্দের শতভাগ সার উত্তোলন করেন। ইউরিয়া সারের সরকারি মূল্য ১ হাজার ৩৫০ টাকা থাকলেও নওগাঁতে বর্তমানে ১ হাজার ২৯০ টাকা থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু নন-ইউরিয়া সারের দাম ঊর্ধ্বমুখী। এর মূল কারণ নন-ইউরিয়া সার বিতরণে শৃঙ্খলার অভাব। নওগাঁ জেলাতে ২০৭ জন বিএডিসি ও ১২৭ জন বিসিআইসি সার ডিলার রয়েছে। সার ব্যবস্থাপনায় বিসিআইসি ডিলারদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নন-ইউরিয়াসহ সব ধরনের সার কৃষকদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা সম্ভব। বিএফএর সদস্যদের মাধ্যমে বিএডিসি আমদানিকৃত সার বিতরণের উদ্যোগ নিলে অতীতের মতো ভবিষ্যতেও এ সেক্টরে শৃঙ্খলা বজায় থাকবে।
বিসিআইসি সার ডিলারদের পরিবহন খরচ ও বিক্রয় কমিশন বৃদ্ধির দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জ্বালানি তেলের দাম কয়েক দফা বৃদ্ধি পাওয়ার পর বিসিআইসি সার ডিলারদের পরিবহন খরচ বৃদ্ধি করা হয়নি। এছাড়া ব্যাংক সুদ, গুদাম ভাড়া, কর্মচারী ব্যয়, লোড-আনলোডসহ আনুষঙ্গিক খচর বৃদ্ধি পাওয়ার পরও বৃদ্ধি করা হয়নি। শোনা যাচ্ছে, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত নীতিমালায় সরকার বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। আমাদের দাবি হচ্ছে, এই নীতিমালায় বিসিআইসি সার ডিলারদের বিক্রয় কমিশন ও পরিবহন খরচ বৃদ্ধি করে নীতিমালা প্রকাশ করতে হবে।
মিজানুর রহমান বলেন, যেসব ব্যবসায়ী ২০-৩০ বছর ধরে সার ডিলারশিপের ব্যবসা করছেন তাদের সার ডিলারশিপ বহাল রাখতে হবে। সেটা করা না হলে, ২০-৩০ বছর ধরে তারা যে ব্যবসা করছে, তাদের সরকারের কাছে কোটি কোটি টাকা ঋণ রয়েছে, গোডাউনে পর্যাপ্ত মাল অবিক্রিত রয়েছে এগুলোর দায়ভার কে নেবে।
এসময় বিএফএ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক দিপক কুমার সরদার, বিএফএ কেন্দ্রীয় কমিটির পরিচালক ও বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) সার ডিলার অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি লিটন কুমার দাসসহ সংগঠনটির ১১টি উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Side banner