Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

গাইবান্ধায় শিক্ষার  মান ও সার্বিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা


দৈনিক পরিবার | শাহিন নুরী  সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৯:২১ পিএম গাইবান্ধায় শিক্ষার  মান ও সার্বিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা

গাইবান্ধা জেলা শহরের প্রাণকেন্দ্রে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা নুরুল হক  মর্ডান উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক পরিষদ (মাধ্যমিক) গাইবান্ধা সদর শাখার আয়োজনে এ  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় গাইবান্ধা সদর উপজেলা শাখার প্রধান শিক্ষক পরিষদ (মাধ্যমিক) এর সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো. আমিনুল ইসলাম। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনেশ্বর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আব্দুল মোত্তালেব, গিদারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, সাহেব উল্লা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, চাপাদহ বালুয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মাহমুদা খাতুন।
অনুষ্ঠানে সদর উপজেলা থেকে আসা মাধ্যমিক বেসরকারী বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। 
বক্তারা শিক্ষার কাঠামো ও শিক্ষকদের নানান সমস্যা নিয়ে আলোচনা করেন। শিক্ষকদের এসব সমস্যা সমাধানের জন্য সাবেক সচিবকে সহযোগিতা করার আহ্বান জানান।

Side banner