Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৮:৫৩ এএম বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা জাপানি ব্যবসায়িক কার্যক্রম এবং বিনিয়োগের সুবিধার্থে ব্যবসায়িক পরিবেশকে আরও উন্নত করার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। সোমবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকার জাপান দূতাবাস এই তথ্য জানায়।  
জাপান দূতাবাস জানায়, সাক্ষাতে গভর্নর ও রাষ্ট্রদূত সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির দৃষ্টিভঙ্গির পাশাপাশি জাপানি ব্যবসায়িক কার্যক্রম এবং বিনিয়োগের সুবিধার্থে ব্যবসায়িক পরিবেশকে আরও উন্নত করার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন।
রাষ্ট্রদূত শিনইচি অর্থনীতিকে স্থিতিশীলতার দিকে পরিচালিত করার ক্ষেত্রে গভর্নর মনসুরের নেতৃত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের চলমান প্রচেষ্টাকে সমর্থন করার জন্য জাপানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Side banner