Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

বঙ্গমাতা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেতন বঞ্চিতদের মানববন্ধন


দৈনিক পরিবার | মো. হাবিবুর রহমান মার্চ ৪, ২০২৪, ০৮:২৯ পিএম বঙ্গমাতা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেতন বঞ্চিতদের মানববন্ধন

চাকরি স্থায়ীকরণ, বকেয়াসহ বেতন-ভাতা পরিশোধসহ ৩ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ। সোমবার (৪ মার্চ) চৌহাট্টাস্থ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, আমরা ১৫ মাস ধরে বেতন-ভাতা বঞ্চিত। পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সামনে পবিত্র রমযান মাস। জানিনা কীভাবে রমযান কাটাবো, আর কতদিন অনাহারে অর্ধহারে দিনাতিপাত করব। আমরা অসহায়, আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি। একইসাথে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের দৃষ্টি আকর্ষণ করছি।
কর্মচারী পরিষদের আহ্বায়ক মুহাজিরুল ইসলাম রাহাতের সভাপতিত্বে ও সদস্য নাদীম সীমান্ত এবং এনাম আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য হাসানুর রহমান মুন্না, আবু হামজা, তিলোত্তমা দাস, তারেক আহমদ, তারা মিয়া, ফৌজিয়া সুলতানা মণি, সাইদুল ইসলাম, আহসান উদ্দিন প্রমুখ। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের কর্মচারী উপস্থিত ছিলেন।

Side banner