প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে “পাগল” বলে আক্রমণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
আর পেত্রোকে “গুন্ডা” আখ্যা দিয়ে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আমার মনে হয় কলম্বিয়ার সামরিক বাহিনী ও পুলিশ এখনো খুবই প্রো-আমেরিকান। সেখানে একমাত্র সমস্যা হলো একজন পাগল প্রেসিডেন্ট।
তিনি আরও বলেন, ওই লোকটা একেবারে পাগল এবং তিনি মানসিকভাবে স্থিতিশীল নন। লাতিন আমেরিকার বামপন্থি নেতাদের তীব্র সমালোচক হিসেবে পরিচিত রুবিওর এই মন্তব্যের পর ওয়াশিংটন ও বোগোতার সম্পর্ক আরও টানাপোড়েনে পড়ে।
এর আগে গত বুধবারই যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় হামলা চালিয়ে পাঁচজনকে হত্যার কথা জানায়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়।
ট্রাম্প পেত্রোকে “গুন্ডা” বলে আখ্যা দেন এবং ইঙ্গিত দেন যে, তিনি নিজেই মাদক পাচারে জড়িত ও দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন।
এর জবাবে পেত্রো বলেন, আমি যুক্তরাষ্ট্রের আইনজীবীদের সাহায্যে নিজেকে আইনগতভাবে রক্ষা করব।
এছাড়াও প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, কলম্বিয়াকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করা হয়েছে। একইসঙ্গে প্রেসিডেন্ট পেত্রোকে সতর্ক করে ট্রাম্প বলেন, “সাবধান থাকুন।”








































আপনার মতামত লিখুন :