Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

ইসির সংলাপে সাড়া দেননি অনেকে


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০২:১৩ পিএম ইসির সংলাপে সাড়া দেননি অনেকে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সুশীল সমাজের প্রতিনিধিদের দিয়ে সংলাপের প্রথম দিনে নির্বাচন কমিশনের ডাকে আমন্ত্রিত অর্ধেকেরও বেশি ব্যক্তি সাড়া দেননি।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে নির্বাচনি সংলাপে এমন চিত্র দেখা যায়। 
ইসির এক কর্মকর্তা জানান, প্রথম সংলাপে মোট ৩০ সুশীল ও বুদ্ধিজীবীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু এই ৩০ জনের মধ্যে মাত্র ১৩ জন সুশীল ও বুদ্ধিজীবী কমিশনের সংলাপে অংশগ্রহণ করেছেন। 
এর আগে সকালে ইসির জনসংযোগ শাখা থেকে এই প্রতিবেদককে জানানো হয়, নির্বাচন কমিশনের এই সংলাপে মোট ২৬ জন অংশগ্রহণ করেবেন। কিন্তু সংলাপ শুরুর এক ঘণ্টার বেশি সময় পর্যন্ত মাত্র ১৩ জন সুশীল ও বুদ্ধিজীবী অংশগ্রহণ করেন।
সংলাপে চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ সংস্থাটির অন্য কর্মকর্তারা অংশ নিয়েছেন। এছাড়া সুশীল সমাজ ও বুদ্ধিজীবী প্রতিনিধির মধ্যে ১৩ জন রয়েছেন। 
তারা হলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টার রাশেদা কে চৌধুরী, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মাহমুদ হাসানউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহইয়া আখতার, নিরাপত্তা বিশ্লেষক মো. মাহফুজুর রহমান, অধ্যাপক আব্দুল ওয়াজেদ, বিজিএমইএ পরিচালক রশিদ আহমেদ হোসাইনি, কবি মোহন রায়হান, পুলিশ রিফর্ম কমিশনের মোহাম্মদ হারুন চৌধুরী, শিক্ষার্থী প্রতিনিধি জারিফ রহমান, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, টিআইবি পরিচালক মোহাম্মদ বদিউজ্জামান ও চর্চার সম্পাদক সোহরাব হাসান।
অক্টোবরে রাজনৈতিক দল, সাবাদিক, নির্বাচন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক, নারীনেত্রী, জুলাই যোদ্ধাসহ সংশ্লিষ্ট অন্য সবার সঙ্গে সংলাপে বসবে ইসি।

Side banner