Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নবীনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত


দৈনিক পরিবার | মো. শওকত আলী এপ্রিল ১৭, ২০২৪, ০৩:৫২ পিএম নবীনগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু মোছা,  পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম শাহান প্রমুখ।
উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মতিয়ার রহমান ও অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। বক্তারা ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম বলেন, ১৭৫৭ সালে পলাশির আম্রকাননে বাংলার স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হয়েছিল। ২১৪ পর একাত্তরের ১৭ এপ্রিল পলাশি থেকে ৭০ কি. মি. দূরে বৈদ্যনাথতলা তথা মুজিবনগর আম্রকাননে বাংলার সূর্য উদিত হয়েছিল।

Side banner