Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আদমদিঘীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত


দৈনিক পরিবার | মিরু হাসান বাপ্পী এপ্রিল ১৭, ২০২৪, ০৯:৫৪ পিএম আদমদিঘীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দিবসটি যথাযর্থ মর্যাদায় পালনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় কূমার পাল, উপজেলা প্রকৌশলী রিপন কূমার শাহ।
এছাড়া ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, আবু রেজা খান, ছাতিয়াগ্রাাম ইউপি চেয়ারম্যান আবদুল হক আবু, নাজিুল হুদা খন্দকার প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সকল দপ্তরের কর্মকর্তা- কর্মচারি সহ ছাত্রলীগ, যুবলীগ সহ অন্যান্য নেতাকর্মী।
এ ছাড়া আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Side banner