Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাঞ্ছারামপুরে দুই শতাধিক গাছে বিষাক্ত কিটনাশক প্রয়োগ


দৈনিক পরিবার | বাঞ্ছারামপুর প্রতিনিধি মার্চ ২১, ২০২৪, ০৪:৪৭ পিএম বাঞ্ছারামপুরে দুই শতাধিক গাছে বিষাক্ত কিটনাশক প্রয়োগ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুই শতাধিক গাছে বিষাক্ত কিটনাশক প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল কাইয়ুম শিকদার এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। সূত্রে জানা যায়, ৭নং বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মনাইখালী গ্রামের আবদুল করিম শিকদারের ছেলে আবদুল কাইয়ুম শিকদার তাদের কৃষি জমিতে ফলজ, বনজ ও ঔষধি সহ নানাবিধ গাছ লাগান। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দিকনির্দেশনা অনুপ্রেরণা এবং অর্থনৈতিক স্বচ্ছলতা ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থেই গাছ লাগিয়ে আসছেন। সবুজ বনায়নের লক্ষ্যে নিয়মিত গাছে পরিচর্যা করে আসছেন কলেজ শিক্ষক আবদুল কাইয়ুম। গত মঙ্গলবার (১৯ মার্চ) রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টার মধ্যে কে বা কারা বিষাক্ত কিটনাশক দিয়ে প্রায় দুই শতাধিক নানাবিধ গাছের ক্ষতি সাধন করে। এতে ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়। এলাকার সাধারণ মানুষ কাইয়ুম শিকদারের বাগানের এতো বড় ক্ষতি দেখে আৎকে উঠে। এই ব্যাপারে কাইয়ুম শিকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেশের এক ইঞ্চি জমিও পতিত অবস্থায় ফেলে রাখা যাবে না। আমি প্রধানমন্ত্রীর বক্তব্য শুনার পর দেশের বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমাদের কৃষি জমিতে নানাবিধ গাছ লাগাই। আর সেই গাছগুলোতে বিষাক্ত কিটনাশক দেয়া হয়েছে। আমি প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি। প্রশাসন তদন্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করছি।

Side banner