Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাঞ্ছারামপুরে কায়েস সিকদারের ঈদ উপহার বিতরণ


দৈনিক পরিবার | বাঞ্ছারামপুর প্রতিনিধি এপ্রিল ৬, ২০২৪, ০৮:০৭ পিএম বাঞ্ছারামপুরে কায়েস সিকদারের ঈদ উপহার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নে দুই শতাধিক নিম্ন আয়ের মানুষের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের মনাইখালী গ্রামের আব্দুল করিম শিকদারের ছেলে আবু কায়েস শিকদারের নিজস্ব অর্থায়নে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস, পাঞ্জাবি উপহার হিসেবে বিতরণ করা হয়। শিল্পপতি আবু কায়েস শিকদারের পক্ষে সাংবাদিক মোহাম্মদ মনিরুজ্জামান পামেন বাঁশগাড়ি, দশানী, আইয়ুবপুর, চরছয়ানী, কানাইনগর, নগরীরচর, কড়িকান্দি ও খাসনগর গ্রামের ২ শতাধিক নারী পুরুষের মধ্যে ঈদ উপহার পৌছে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষিকা মনোয়ারা বেগম, আইয়ুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার তানজিনা আক্তার রুবি, আইয়ুবপুর ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. সাদ্দাম হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি রিফাত, গোলাম রব লিমন প্রমুখ।
এ ব্যাপারে শিল্পপতি আবু কায়েস শিকদার বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। মহান আল্লাহপাক এই মাসেই কোরআন নাজিল করেছিলেন। আল্লাহপাকের সন্তুষ্ঠি অর্জনে পৃথিবীর সকল মুসলমান ধর্মীয় রীতিনীতি মেনে চলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উপর যেমনি রোজা ফরজ করেছেন, তেমনি অর্থনৈতিকভাবে স্বচ্ছল প্রত্যেক মুসলমানের উপর যাকাতও ফরজ করেছেন। প্রতিবছরের ন্যায় এই বছরও বাঞ্ছারামপুর উপজেলায় আমার সাধ্যমতো ঈদ উপহার সামগ্রী নিম্ন আয়ের সাধারণ মানুষের মধ্যে পৌছে দিয়েছি। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।

Side banner