Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাঞ্ছারামপুরে গরিবের পাতে মাংস তুলে দিলেন প্রবাসী সংগঠন


দৈনিক পরিবার | নাইম সরকার এপ্রিল ৯, ২০২৪, ১১:১২ পিএম বাঞ্ছারামপুরে গরিবের পাতে মাংস তুলে দিলেন প্রবাসী সংগঠন

সামাজিকভাবে দায়বদ্ধতার বড় এক জায়গা ভেলানগর প্রবাসী কল্যাণ সংগঠন। সবসময়ই ব্যতিক্রম কিছু করে থাকে এই গ্রামের প্রবাসীরা। মাংসের দাম যেখানে আকাশ ছোঁয়া, সেখানে গরিবদের পাতে এবারের ঈদে মাংস রাখলেন তারা। নিম্ন আয়ের মানুষদের হাতে তুলে দিলেন দুই কেজি ওজনের মুরগী! ঈদ আনন্দে ভরপেট মাংস জুটবে এবার। শুধুই যে মাংস তা কিন্তু নয়, উচ্চ মূল্যের এই বাজারে সবাইকে স্বস্তি দিতে তেল, সেমাই, কিসমিস, চিনি, দুধসহ আরো কত কি তুলে দিয়েছেন তারা!
সোমবার ভেলানগর তালতুলি বাজারে নিম্ন বিত্ত মানুষদের মাঝে এই ঈদ উপহার দিয়েছেন ভেলানগর প্রবাসী কল্যান সংগঠন। সংগঠনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের  প্রধান অতিথি ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম তুষার।
এসময় আমিনুল ইসলাম তুষার বলেন, ভেলানগরের প্রবাসীরা সব সময় সবকিছুতে সবার আগে থাকে। প্রবাসে থেকেও দেশের মানুষকে নিয়ে ভাবেন তারা। যে কোনো উৎসবে বরাবরের মতোই পুরো উপজেলায় এক ভিন্ন নজির স্থাপন করেছেন তারা। আগামীতে শুধু ভেলানগরই নয় আশপাশের এলাকা জুড়েও তাদের কার্যক্রম চলমান রাখবে সেই প্রত্যাশা করি।
সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ড. এ.এফ.এম. আমীর হোসেন, বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি নাছির উদ্দীন আহমেদ ও শরীয়তপুর সদরের উপজেলা নির্বাহী অফিসার মো. মাইন উদ্দিন। তারা তিনজনই সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ূন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মহিউদ্দীন চৌধুরী (ফুল মিয়া), সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আঃ করিম মাস্টার, সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা সুরুজ মিয়া, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বাক্কি, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম নয়ন মাস্টার, ইউপি সদস্য অরুণ মিয়া, ইউপি সদস্য বিপ্লব আহম্মেদ, মইন উদ্দীন মাস্টার, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল সরকার, সাংগঠনিক সম্পাদক পরান বাংলা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেন্টু মিয়া, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মরম আলী, বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বায়েজিদ, যুবলীগ নেতা সজিব পারভেজ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা।
এসময় অনলাইনে যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি এস.এম বুলবুল আহমেদ, সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান বাবু, সহ সভাপতি ফারুক আহমেদ,হাবিবুর রহমান, আবু তালেব সরকার, ফারুক আহমেদ সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার নাঈম, সাংগঠনিক সম্পাদক হালিম মাহমুদ মিন্টু, সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন, প্রচার সম্পাদক শরিফ উদ্দিন ভূঁইয়া, দপ্তর সম্পাদক নাঈমুল ইসলাম রাজীব সহ আরও অনেকে।

Side banner