Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

কালাইয়ে ১৪৩১ বাংলা বর্ষ বরণ অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মো. রবিউল ইসলাম আকন্দ এপ্রিল ১৪, ২০২৪, ০২:৩৪ পিএম কালাইয়ে ১৪৩১ বাংলা বর্ষ বরণ অনুষ্ঠিত

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় বাংলা বর্ষ বরণ ১৪৩১ উদযাপিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত এর সার্বিক তত্ত্বাবধানে অত্যন্ত সুন্দর আনন্দঘন পরিবেশে বাংলা নর্ববর্ষ ১৪৩১ বরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের পাশাপাশি, উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় ও যুব উন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলামও অসাধারণ ভাবে নেচে শোভাযাত্রা ও মঞ্চ মাতালেন। ফায়ার সার্ভিস কর্মকর্তার শাহ আলমের নাচে মুগ্ধ সাধারণ মানুষ। প্রশাসনের প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের বর্ষ বরণের আনন্দে সাধারণ মানুষদের সাথে মেতে উঠা এ যেন বাংলা মায়ের বুকেই শোভা পায়। আবহমান গ্রাম বাংলার প্রাণের ঐতিহ্যবাহী উৎসব পহেলা বৈশাখ। জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সকলে যেন মেতে উঠে বর্ষ বরণে।
বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষ্যে কালাই উপজেলার সরকারী মহিলা কলেজ মাঠে তিনদিন ব্যাপি  মেলার প্রথম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
বৈশাখের পহেলা তারিখে সকালে কালাই উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক শান্তির শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালাই সরকারি মহিলা কলেজ মাঠে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পালকি, ঘোড়ার গাড়ি, লাঙ্গল সহ হরেক রকমের হারিয়ে যাওয়া ঐতিহ্য নিয়ে সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

Side banner