Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নাটোরে বাসি খাবার বিক্রি করায় জরিমানা


দৈনিক পরিবার | নাটোর প্রতিনিধি সেপ্টেম্বর ৪, ২০২২, ০৮:৪০ এএম নাটোরে বাসি খাবার বিক্রি করায় জরিমানা

নাটোর জেলার সিংড়া উপজেলায় অপরিচ্ছন্ন পরিবেশ ও পঁচাবাসি খাবার বিক্রি করায় দুই রেস্টুরেন্ট ও দোকান মালিককে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিলদহর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরানের ভ্রাম্যমান আদালত এ জরিমানা করে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার বিলদহর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ ও বাসি পঁচা খাবার ফ্রিজে রেখে বিক্রি করার অপরাধে শাফি হোটেলের মালিক শফিকুল ইসলামকে পাঁচ হাজার টাকা এবং দৃশ্যমান স্থানে পণ্যের মূল্যতালিকা না থাকায় শামসুল আলম নামে এক মুদি দোকানিকে দুইহাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও মো. আল ইমরান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

Side banner