Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২

ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে: তামান্না ভাটিয়া


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক অক্টোবর ২৯, ২০২৫, ১২:৫৮ পিএম ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার আছে: তামান্না ভাটিয়া

একটি নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলে অভিনেত্রীদের আর পর্দায় তেমন লাস্যময়ী চরিত্রে কাস্ট করা হয় না এমনটাই একসময় ধারণা ছিল দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার। কিন্তু বর্তমানে তার সেই ধারণা একেবারেই ভুল বলে মনে করছেন তিনি। 
সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছেন, ৩০-এর কোঠা পার করার পরেও অভিনেত্রীরা এমন অনেক চরিত্রে কাজ করছেন, যা আগে শুধুমাত্র কমবয়সিদের দিয়ে করানো হতো।
অভিনেত্রী বলেন, ‘আমি ভেবেছিলাম ১০ বছর কাজ করব। ৩০-এ পা দিলেই বিয়ে করে সংসার করব, বাচ্চা মানুষ করব। কারণ কমবয়সি অভিনেত্রী ছাড়া কাস্ট করা হতো না আগে।’ 
‘সেই ট্রেন্ড দেখেই আমি এমন ভেবেছিলাম। কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে করতে ৩০ পার করে ফেললাম। এখন আমার মনে হচ্ছে আরও অনেক কিছু দেওয়ার আছে আমার ইন্ডাস্ট্রিকে। বয়সটা এখন কোনো বিষয় নয়।’
দীর্ঘ দু’দশকের অভিনয় জীবনে এসে তামান্না ভাটিয়া এখন দেখছেন, কাজের ধরন পাল্টেছে। তার কথায়, ‘এখন মধ্যবয়সী অভিনেত্রীদের জন্য আলাদা করে চরিত্র তৈরি হচ্ছে। পর্দায় সেই চরিত্রগুলোর যথেষ্ট গুরুত্বও রয়েছে।’

Side banner