লালমনিরহাটে সম্পূর্ণ বিনামূল্যে মেডিকেল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত লালমনিরহাটের ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদ চত্ত্বরে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র আয়োজনে একশন এইড বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এ সম্পূর্ণ বিনামূল্যে মেডিকেল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ দীপঙ্কর রায়। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম, ১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন, মোগলহাট পরিবার পরিকল্পনা পরিদর্শক শরীফ মিজানুর রহমান। বক্তব্য রাখেন উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)র প্রকল্প সমন্বয়কারী মোঃ মশিউর রহমান প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে লালমনিরহাট সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বিনামূল্যে মেডিকেল হেলথ ক্যাম্প পরিদর্শন করেন।
এ হেলথ ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা, মেডিকেল চেক আপ, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণের সুযোগ পান।
লালমনিরহাট সদর হাসপাতালের মেডিকেল অফিসার ও বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ সাদিক সোয়াদ, ডাঃ রেজওয়ানা হাফিজ বিভিন্ন রোগের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রদান করেন।
নারী, শিশু, বয়স্ক এবং সমাজের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী এ সেবায় বিশেষভাবে উপকৃত হয়েছেন। অংশগ্রহণ ও প্রদত্ত সেবা মোট ৫২০জন মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। এর মধ্যে ২৮০জন নারী, ৯০জন পুরুষ এবং ১৫০জন শিশু।
প্রদত্ত সেবার মধ্যে উল্লেখযোগ্য ডায়াবেটিস চেকআপ, রক্তের গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার মাপা, গর্ভবর্তী মায়েদের স্বাস্থ্যসেবা ও পরামর্শ, সাধারণ রোগের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ দীপঙ্কর রায় বলেন, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। তবে অনেক সময় গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকে। আজকের এই মেডিকেল হেলথ ক্যাম্প নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছে, যা তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকুক, এটাই আমাদের প্রত্যাশা।
বিশেষ অতিথির বক্তব্যে লালমনিরহাট সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম বলেন, পরিবার পরিকল্পনা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এমন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের ক্যাম্পে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশুর অংশগ্রহণ প্রমাণ করে, মানুষের স্বাস্থ্যসেবার প্রতি আগ্রহ ও প্রযোজন কতটা বেশি।
১নং মোগলহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন বলেন, আমাদের ইউনিয়নে এ ধরনের হেলথ ক্যাম্প আয়োজন সত্যিই প্রশংসনীয়। যারা দূরে গিয়ে চিকিৎসা নিতে পারে না, তারা এখান থেকেই প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ পেয়েছে। এজন্য ইউএসএস ও একশন এইড বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ।
মোগলহাট পরিবার পরিকল্পনা পরিদর্শক শরীফ মিজানুর রহমান বলেন, স্বাস্থ্য সেবার পাশাপাশি আজকের এই উদ্যোগ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি করবে। গ্রামীণ পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার এ ধরনের পদক্ষেপ সত্যিই অনন্য।
সংগঠকের বক্তব্যে ইউএসএস-এর প্রকল্প সমন্বয়কারী মোঃ মশিউর রহমান বলেন, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস এবং মোগলহাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা টিমকে সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।
উল্লেখ্য যে, এ বিনামূল্যের মেডিকেল হেলথ ক্যাম্প স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া জাগায় এবং মানবিক সহায়তার একটি সফল উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়।
আপনার মতামত লিখুন :