Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হলেন আব্দুল মোতালেব


দৈনিক পরিবার অক্টোবর ২৮, ২০২৫, ০৫:৫৫ পিএম সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হলেন আব্দুল মোতালেব

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন মো. আবদুল মোতালেব। গত ২১ নিয়োগ পান তিনি।
আইসিটি পেশাজীবী হিসাবে আর্থিক খাতে ৩৭ বছরের বেশি সময় ধরে কাজ করছেন আব্দুল মোতালেব। তিনি ডিপোজিটরি সেবা, স্টক এক্সচেঞ্জ অপারেশন ও প্রযুক্তি অবকাঠামো বিশেষজ্ঞ। ২০১৮ সালে সিডিবিএলে চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে যোগদান করে পরবর্তীতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এক্সচেঞ্জ টেকনোলজি, আইডেন্টিটি ম্যানেজমেন্ট, পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন ম্যানেজমেন্টে তার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে।
দায়িত্ব গ্রহণের পর আব্দুল মোতালেব বলেন, সিডিবিএলের এমডি হিসাবে নিয়োগপ্রাপ্তিতে আমি সম্মানিত বোধ করছি। সেইসঙ্গে বাংলাদেশেরদ পুঁজিবাজারে উদ্ভাবন, দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।
এ নিয়োগ সিডিবিএলের চলমান ডিজিটাল রূপান্তর উদ্যোগগুলোকে ত্বরান্বিত করে নেতৃত্বকে আরো সুদৃঢ় করবে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের।
-বিজ্ঞপ্তি

Side banner