Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

ভক্তদের সুখবর দিলেন পরিণীতি চোপড়া


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৯:৩১ এএম ভক্তদের সুখবর দিলেন পরিণীতি চোপড়া

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। গত আগস্ট মাসে ১+১=৩ ক্যাপশনে ইনস্টাগ্রামে একটি মিষ্টি ছবি পোস্ট করে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। এবার সেই ইঙ্গিতকে আরও স্পষ্ট করে নিজের ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিও প্রকাশ করেছেন পরিণীতি, যেখানে তার ‘বেবি বাম্প’ স্পষ্ট দেখা যাচ্ছে। এটিই প্রথমবার যখন তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পর তার শারীরিক অবস্থা ভক্তদের সামনে এলো।
প্রায় আট মাস পর নিজের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও নিয়ে ফিরেছেন এই হবু মা। ভিডিওতে তিনি তার চ্যানেলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেছেন। 
পরিণীতি বলেন, ‘আট মাস আগে আমি এই চ্যানেলটি শুরু করেছিলাম। তখন আমি নিজেও জানতাম না ঠিক কী ধরনের ভিডিও দেবো। তবে এখন আমি যে ভিডিওগুলো দেবো, আশা করি সেগুলো সবার মন জয় করবে।’ 
ব্যক্তিগত জীবনের সবকিছু বা রান্নার মতো ভিডিও না দিলেও তার পোস্ট করা কনটেন্ট ভক্তদের ভালো লাগবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 প্রসঙ্গত, গত আগস্ট মাসে পরিণীতি তার স্বামী রাঘব চাড্ডার সঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করে এবং ভ্যানিলা কেকের ওপর লেখা ‘১+১=৩’ ছবির মাধ্যমে প্রথমবার এই সুখবর জানান। এরপর থেকেই তার ভক্ত-অনুরাগীরা ভালোবাসা ও শুভেচ্ছার জোয়ারে ভাসিয়ে দেন এই দম্পতিকে।

Side banner