Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

ইসরায়েলকে সমর্থন দেওয়া এজেন্টকে বরখাস্ত, সত্য জানালেন ডুয়া লিপা


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৪:৪৯ পিএম ইসরায়েলকে সমর্থন দেওয়া এজেন্টকে বরখাস্ত, সত্য জানালেন ডুয়া লিপা

ইসরায়েলকে সমর্থন দেওয়ায় এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা— এই খবরকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেছেন স্বয়ং গায়িকা। ফিলিস্তিনপন্থী আইরিশ ব্যান্ড ‘নিসক্যাপ’ কে গ্লাস্টনবারি মিউজিক ফেস্টিভ্যাল থেকে বাদ দেওয়ার দাবিতে লেখা একটি চিঠিতে লেভি স্বাক্ষর করায় ডুপা লিপা তাকে বহিস্কারের সিদ্ধান্ত নেন— এমন খবর প্রকাশ হয়। 
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের বরাত দিয়ে প্রকাশিত এই খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে ডুয়া লিপার। এরপর সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতি দিয়ে বিষয়টি স্পষ্ট করেন।
এক ইনস্টাগ্রাম স্টোরিতে ডুয়া লিপা জানান, ডেইলি মেইলে প্রকাশিত এই খবরটি অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত। তবে কোনো শিল্পীরা সত্য তুলে ধরলে তাতে ডেভিড লেভি কিংবা সংগীত-সংশ্লিষ্ট যে কেউ হোক- তাদের এমন আচরণ আমি সমর্থন করি না। আর ঘটনাটি সংবাদমাধ্যমে যেভাবে এসেছে, সেটাও এড়িয়ে যাওয়া যায় না।
এই শিল্পী আরও বলেন, ‘খবরটি শুধু মিথ্যাই নয়, ডেইলি মেইল যে ভাষা ব্যবহার করেছে তা উদ্দেশ্যমূলকভাবে প্ররোচনামূলক, যা কেবল ক্লিকবেটের জন্য তৈরি করা হয়েছে এবং অনলাইনে বিভাজন তৈরি করতে পারে।’
এদিকে ডুয়া লিপার ম্যানেজমেন্ট কোম্পানি উইলিয়াম মরিস এনডেভার এক পৃথক বিবৃতিতে এই খবরকে ‘পুরোপুরি মিথ্যা’ বলেছে। সংস্থাটি জানিয়েছে, ডেভিড লেভি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ডুয়া লিপার প্রাথমিক কর্মজীবনে যুক্ত ছিলেন। ২০১৯ সালের পর তিনি শুধু একজন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং শিল্পীর দৈনন্দিন কার্যক্রমে তার কোনো ভূমিকা নেই।
দীর্ঘদিন ধরে ইসরায়েলের কড়া সমালোচক ডুয়া লিপা। গত মে মাসেও তিনি আরও ৩০০ জনের বেশি তারকার সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে একটি চিঠিতে স্বাক্ষর করেন। সেই চিঠিতে গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছিল।
সূত্র : টাইমস অব ইসরায়েল, ইনস্টাগ্রাম।

Side banner