Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন ১৪৩২

চলচ্চিত্রে ফিরছেন পপি


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৮:৩১ পিএম চলচ্চিত্রে ফিরছেন পপি

ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে ফেরার ইঙ্গিত দিলেন চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তবে নায়িকা হিসেবে নয়, এবার প্রযোজক হিসেবে শোবিজ অঙ্গনে নতুন যাত্রা শুরু করতে চলেছেন তিনি।
সম্প্রতি এক গণমাধ্যমে পপি তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এমনটাই জানিয়েছেন। পপির মতে, অভিনয়ে ফেরার কোনো ইচ্ছা তার নেই, যদিও কিছু অসমাপ্ত পুরোনো ছবির কাজ তিনি শেষ করবেন। এরপর তিনি পুরোপুরি মনোযোগ দেবেন প্রযোজনায়। 
এর আগে পপি কিছু ছবি প্রযোজনা করেছিলেন, যার মধ্যে মনোয়ার খোকন পরিচালিত একটি ছবিতে ২০ লাখ টাকা লোকসান হয়েছিল বলে তিনি জানান। এই লোকসানের কারণ হিসেবে তিনি টিমের অসহযোগিতাকে দায়ী করেন।
তবে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পপি এখন বেশ আত্মবিশ্বাসী। তার দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রযোজনায় আসলে তিনি সফল হবেন বলে মনে করেন। 
পপি বলেন, আমি সিনেমা প্রযোজনা করব, এমনটাই সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা প্রযোজনা অবশ্য আমি আগেও করেছিলাম, এটা আর নতুন না। আমার কাছে মনে হয়, ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত থাকতে পারলে বেশি ভালো লাগবে।
পপি ২০২০ সালে সর্বশেষ তিনি ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামের একটি সিনেমার শুটিং করেন। এরপর একেবারে আড়ালে চলে যান। পাঁচ বছর আড়াল জীবনযাপনের পর এ বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসেন তিনি। আড়াল ভাঙার পর জানা যায়, পপি বিয়ে করে পুরোদস্তুর সংসারী। তিনি এক পুত্রসন্তানের মা। 
১৯৯৭ সালে ‘কুলি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পপির। এরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করে তিনি দর্শকের মন জয় করেন।

Side banner