বেশকিছু দিন ধরেই সিনেমা পাড়া সহ দর্শক মহলে গুঞ্জন শোনা যাচ্ছিলো “গোয়ার” ছবিটি। এই ছবি কবে মুক্তি পাবে এ নিয়েও বেশ আগ্রহ ছিলো দর্শক মহলে। এরই মধ্যে বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেলো ছবিটি!
সেন্সর বোর্ডের সদস্যরা বেশ প্রসংশা করে বললেন, এই ধরনের সিনেমা এখন খুবই দরকার, ছবিটি সিনেমা হলে দর্শক টানতে বেশ ভূমিকা রাখবে বলে বিশ্বাস রাখছি।
গোয়ার এর নায়ক রাসেল মিয়া তাঁর ভেরিফাই আইডিতে ছাড়পত্র পোস্ট দিয়ে লিখেন-সকল বাঁধা পেড়িয়ে আনকাট সেন্সর ছাড়পত্র পেলো আমাদের সিনেমা “গোয়ার”।
গোয়ার হয়েই আমি রাসেল মিয়া ফিরছি পর্দায়! গণমানুষের সিনেমা গোয়ার, গুলশানের দুঃখী মানুষের সিনেমা গোয়ার, গুলিস্তানের সিনেমা গোয়ার, একজন প্রতিবাদী যুবকের সিনেমা গোয়ার, গার্মেন্টসের ভাই/বোনের সিনেমা গোয়ার, রিকশাওয়ালার সিনেমা গোয়ার! একজন ধর্ষিতা বোনের সিনেমা গোয়ার, গানের সিনেমা গোয়ার! সিনেমা হলগুলোকে বাঁচিয়ে রাখার ছবিই হবে গোয়ার!
খুব শিঘ্রই মুক্তির দিন ঘোষণা করা হবে, সকলের দোয়া এবং ভালোবাসা চাই।
তিনি হেলেনা জাহাঙ্গীর সহ গোয়ার এর সাথে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাসেল মিয়া আরও বলেন, দর্শকদের সিনেমা দেখার ক্ষুধাটাও দারুণ ভাবে মিটবে গোয়ারের মধ্যে দিয়ে, খুব শিঘ্রই ছবিটি মুক্তির দিন ঘোষনা করা হবে, ধর্ষণের ন্যায় বিচার পাওয়ার তৃপ্তির ঢেকুরও উঠে এসেছে ছবিটিতে। তাছাড়া বিবেক হারিয়ে যাওয়া মানুষের বিবেক জাগ্রত হওয়ার ছবি এটি, এই ছবি দিয়ে হল মালিকদের মনে নতুন স্বপ্ন বুনন হবে আশা রাখছি, দর্শকদের কাছে আমার আগ্রহের জায়গা অনেক বেশি তৈরি হবে, এর আগে আমি এমন হরর পাগলাটে চরিত্রে অভিনয় করিনি, নতুন এক রাসেল মিয়াকে দেখবে প্রিয় দর্শকরা, আশা করছি ছবিটি দারুণ ভাবে ব্যবসা সফল হবে এবং ঈদ ছাড়াও যে সিনেমা চলে এটাও প্রমাণ হবে বলে আমি বিশ্বাস রাখছি।
গোয়ার এ রাসেল মিয়ার নায়িকা হিসেবে পর্দায় দেখা মিলবে জাজ এর নায়িকা খ্যাত জলি’কে। মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীর, বর্দা মিঠুসহ আরও অনেককেই দেখা যাবে গোয়ার ছবিতে। প্রথমবার প্রযোজক এর খাতায় নাম লিখালেন ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর। ছবিটি পরিচালনা করেছেন রকিবুল আলম রকিব।
আপনার মতামত লিখুন :