জুলাই বিপ্লবের আনুষ্ঠানিক ঘোষনা ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না বলে বক্তব্য রেখেছেন সিলেট ২ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কর্মসূচীর ৫ দফা দাবী বাস্তবায়ন উপলক্ষে বিশ্বনাথ উপজেলা পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাটি বলেন।
এসময় তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের দ্বিতীয় স্বাধীনতার পর আমরা আশা করেছিলাম এই সরকার জনগণের সরকার হবে, জনগণের কাজ করবে কিন্তু তারা ভিন্ন এজেন্ডা বাস্তুবায়নে হাটছে। জুলাই বিপ্লবে শহীদদের আইনি স্বীকৃতি দেবে, কিন্তু দেওয়া হচ্ছে না। যাদের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীনতা পেলো, সেই জুলাই আহতদের চিকিৎসা পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমরা সরকারকে হুশিয়ার করে দিতে চাই, জুলাই বিপ্লবের আনুষ্ঠানিক ঘোষনা ছাড়া কোনো নির্বাচন হতে দেব না। পিআর পদ্ধতীতে এদেশে নির্বাচন হতেই হবে। লেভেল ফিল্ড প্লেয়িং তৈরি করতে হবে। সরকার যেনো কোনো ফাঁদে পা না দেয় সেই আহবান জানান অন্তবর্তী সরকারের কাছে অধ্যাপক আব্দুল হান্নান।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্বনাথ পৌরশহরের পুরান বাজার ডাক বাংলো প্রাঙ্গণে উপজেলা জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারী জাহেদুর রহমান এর যৌথ সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব আলোচনায় এসময় আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের এসিসট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার এমাদ উদ্দিন, পৌর সভা জামায়াতের আমীর এইচ এম আক্তার ফারুক, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান প্রমুখ ।
সমাবেশের বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলে অংশে নেন দলের নেতা কর্মীরা। বিশ্বনাথ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিক্ষোভ মিছিলটি পৌর শহরে বাসিয়া চত্বরে গিয়ে পুনরায় পথসভা শেষে সমাপ্ত হয়।








































আপনার মতামত লিখুন :