Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

বিশ্বনাথে সরকারি ভূ-সম্পত্তি দখল করায় গ্রামবাসীর প্রতিবাদ সভা


দৈনিক পরিবার | আবদুল কাইয়ুম সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৯:৩৭ পিএম বিশ্বনাথে সরকারি ভূ-সম্পত্তি দখল করায় গ্রামবাসীর প্রতিবাদ সভা

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেঘরী গ্রামবাসী সরকারি ভূ সম্পত্তি মৃত চান মিয়া গং ও এডভোকেট শামিম আহমেদ দ্বারা জোর পূর্বক দখলের অভিযোগে প্রতিবাদ সভা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বাদ আসর গ্রামবাসীর ব্যানারে গ্রামের মুরব্বী সমুজ আলীর সভাপতিত্বে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় গ্রামের পক্ষে বক্তব্য রাখেন আঙ্গুর মিয়া, আব্দুল কাদির, বিলাল মিয়া, ইসলাম উদ্দিন ও বুরহান উদ্দিন।
সভায় বক্তারা বলেন,মামলার কাগজ ও রেকর্ড অনুযায়ী এই জায়গা সরকারি সম্পত্তি। তাদের পূর্ব পুরুষের আমল থেকে তারা এই সরকারি সম্পত্তি খেলার মাঠ ও গোচারণ ভূমি হিসেবে ব্যবহার করে আসছেন। মৃত চান মিয়া, এডভোকেট শামিম আহমেদ ও তার পরিবার বিভিন্ন সময়ে এই সম্পত্তি ১নং খতিয়ানে জেলাশাসকের মালিকানাধীন থাকা সত্ত্বেও মামলা ও জোর দখল করে আসছে এবং মামলায় গ্রামের অনেকেই কোনো অপরাধ না করে জেল খেটেছেন। অনেকেই জামিনে মুক্ত আছেন। ইতোমধ্যে কয়েকটি মামলার রায় সরকার পক্ষ হিসেবে গ্রামবাসী পেয়েছে। এখনো একটি মামলা চলমান রয়েছে। নতুন করে আমাদের গ্রামের অনেকেকেই ভুয়া মামলার আসামী করেছেন।
তারা এই নিন্দনীয় কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা আরোও জানান, ইতোমধ্যে বিশ্বনাথ উপজেলা প্রশাসককে বিষয়টি অবগত করা হয়েছে। প্রশাসন যেন কাগজ পত্র পর্যালোচনা করে এর সুষ্ট সমাধান দেন।
এ সময় উপস্থিত ছিলেন তেঘরী গ্রামের আপ্তাব আলী, আরশ আলী, বাবুল মিয়া, মমশির আলী, লুৎফুর রহমান, রইছ আলী, মখলিছ মিয়া, সমছু মিয়া, ওয়ারিছ আলী, রুস্তম আলী, মাহমদ আলী, আবু সুফিয়ান, হাবিবুর রহমান, মাছুম আহমদ, সাকিব আহমদ, আলী হোসেন, আবু শহিদ, তোফায়েল আহমদ, রুহেল আহমদ, আবুল কালাম ও মুমিন প্রমুখ।

Side banner